Header Ads

Header ADS

নিজের নামে ভিডিও গেমস মামলা করলেন সালামান

 


বলিউড সুপারস্টার সালমান খান যে কোন কিছুতেই তার নাম জুড়ে দিলে যেন তার সুপার হিট হয়ে যায় খেতে পারলে খ্যাতির বিড়ম্বনা পোহাতে হয় এবার ঠিক এমনটাই হয়েছে সালমান খানের সাথে জনপ্রিয় অভিনেতার নাম এবার চালু হচ্ছে ভিডিও গেমস নাম দেয়া হয়েছে সালমান সালমান খানের আদলেই কার্টুন তৈরি করে তার নামের এই গেম গুগল প্লে স্টোর সহ আরো নানা স্টরে ছাড়া হয়েছে 2002 সালের সালমানের hit-and-run দুর্ঘটনা কে কেন্দ্র করে ভিডিও গেম তৈরি করা হয়েছে তবে এ বিষয় নিয়ে বেশ চটেছেন সালমান খান মামলা করেছেন গেমসের নির্মাতাদের বিরুদ্ধে মামলার পর থেকে আদালতে বিষয়টি আমলে নিয়েছেন সকল সাইট থেকে সরানোর নির্দেশ দিয়েছেন আদালত এ বিষয়ে জানান সালমান কে কেন্দ্র করে এই গেমসটি নির্মিত হলেও তার কোন প্রকার অনুমতি দেয়া হয়নি তাছাড়া এই গেমসটি বলিউডের সুপারস্টার এর ইমেজ নষ্ট করছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি তবে এর পরবর্তী শুনানি 20 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে

No comments

thank you

Theme images by ULTRA_GENERIC. Powered by Blogger.