সৌদি আরবে স্কলারশিপ এর জন্য কি করতে হবে কিভাবে আবেদন করবেন
মাদীনা মুনাওয়ারার হুদুদের পার্শ্বে অবস্থিত আরব বিশ্বের আটশ’ ইউনিভার্সিটির মাঝে ৯১-১০০ র্যাংকিং এবং সৌদি আরবে ১৫ তম-এ থাকা অন্যতম সর্বাধুনিক ইউনিভার্সিটি।
আবেদন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। কোনো ফেসবুক পেইজের এডমিন/সৌদিতে পড়ুয়া কোনো সিনিয়র ছাত্র ভাই/ এজেন্সী/কনসালটেন্সী/ব্যক্তি বিশেষ/প্রতিষ্ঠানকে সৌদি কর্তৃপক্ষ স্কলারশীপ এজেন্ট হিসেবে নিয়োগ দেয়নি। বাংলাদেশের বা সৌদির কোনো ব্যক্তির সুপারিশের কোনো সুযোগ নেই।
-----------------------------------------------------------------------------------
আবেদনের নিয়ম:
১। বয়স ২৫ বছরের বেশি হতে পারবে না।
২। সৌদি আরবের অন্য কোনো ইউনিভার্সিটি বা কোন সংস্থা কর্তৃক স্কলারশীপ পেয়েছে এমন হলে আবেদনপ্ত্র বাতিল হয়ে যাবে।
৩। ইন্টারমিডিয়েট/আলীম এর সার্টিফিকেট ও মার্কশীটের
৪।পাসপোর্ট । কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে।
৫। মেডিক্যাল সার্টিফিকেট। সরকারী হাসপাতাল/সিভিল সার্জন অফিস থেকে।
৬। আরবী ভাষায় দক্ষতার সার্টিফিকেট ।
৭। তাজকিয়া (রিকেমন্ডেশন) ২টি। অনেকে রিকমেন্ডেশন কি প্রশ্ন করেন। রিকমেন্ডেশন/তাজকিয়া হলো কোনো শিক্ষক/ইউনিভার্সিটির প্রফেসর থেকে নেওয়া প্রত্যয়নপ্ত্র।
৮। নও মুসলিমরাও আবেদন করতে পারবে।তবে তাকে ইসলাম গ্রহণের সার্টিফিকেট তথা ইসলাম গ্রহণ সংক্রান্ত কাগজপত্র সাবমিট করতে হবে।
৯। মেয়েরাও আবেদন করতে পারবে।তবে মেয়ের মাহরাম তথা বৈধ গার্ডিয়ানের ইকামার কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
------------------------------------------------------------------------------------
কোন কোন সাব্জেক্টে অধ্যয়ন করা যাবেঃ
১। তাফসীর,কিরাত,ইসলামিক স্টাডিজ ও আরবী ভাষা নিয়ে অধ্যয়ন করা যাবে।
২। ফার্মাসি,আর্কিটেকচার,কম্পিউটার সাইন্স,ইংলিশ,ট্যুরিজম,জার্নালিজম,ইকোনোমিক্স সহ প্রায় সকল সাব্জেক্ট । তবে এখনো মেডিক্যাল পড়ার জন্য স্কলারশীপ দেয় না বলে জানি।
------------------------------------------------------------------------------------
স্কলারশীপের সুবিধাঃ
১। মাসিক স্টাইপেন্ড।
২।আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন ব্যবস্থা।
৩। বই ক্রয়ের জন্য বার্ষিক অর্থ প্রদান।
৪। হেলদ ইন্সুরেন্স।
৫। ট্রান্সপোর্ট সুবিধা।
৬। স্কলারশীপ পেয়ে সৌদিতে পৌছলে ১৭০০ রিয়াল প্রস্তুতি ভাতা প্রদান।
৭। প্রতি বছর দেশে আসা-যাওয়ার জন্য এয়ার টিকেট।
৮। বিবাহিতদের জন্য ফ্যামিলি ভিসা প্রদান ও আবাসন।
৯। হজ্জ্ব ও উমরা্র সুযোগ প্রদান।
------------------------------------------------------------------------------------
Taibah University এর শিক্ষার মান নিয়ে কিছু কথাঃ
শিক্ষা কারিকুলাম সম্পূর্ণ আধুনিক;কম্পিউটারাইজড ল্যাব। সমৃদ্ধ লাইব্রেরী এবং ই-লাইব্রেরী। ডিবেট,সেমিনার-সিম্পোজিয়াম। প্রফেসরদের তত্ববধানে মাসিক ঐতিহাসিক স্থান সমূহে সফর। স্কাউট,জিমনেসিয়াম,মার্শাল আর্ট,ফটোগ্রাফি,চারুকলা, সাঁতার, তলোয়ার চালনা প্রশিক্ষণসহ আরো কত কি!
আবেদনের লিংকঃ https://eas.taibahu.edu.sa/AdmExternalScholarShip/
জ্ঞাতার্থেঃ বাংলাদেশ স্টুডেন্টস” ওয়েলফেয়ার ফোরাম অব তাইবাহ ইউনিভার্সিটি। মাদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
(সংগ্রহীত)
No comments
thank you