এইচএসসি-২০২১ ৭ম সপ্তাহ বিষয়ঃ অর্থনীতি ১ম পত্র | সমাধান
এইচএসসি-২০২১
৭ম সপ্তাহ বিষয়ঃ অর্থনীতি ১ম পত্র | বিষয় কোডঃ ১০৯
অ্যাসাইনমেন্ট নং- ০৫ শিরােনামঃউৎপাদনের পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির সাথে মােট, গড় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক বিশ্লেষণ।
ক) উৎপাদন অপেক্ষকঃ অপেক্ষক বলতে সাধারণত: স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককেই বুঝায়। উৎপাদন প্রক্রিয়ায় উপাদান বা উপকরণ প্রয়ােজন হয়। উৎপাদনের ক্ষেত্রে উপকরণ যথা- ভূমি, শ্রম, মূলধন, সংগঠন হলাে স্বাধীন চলক এবং উৎপাদন হলাে অধীন চলক। উপকরণের ব্যবহার ও পরিমাণের উপর সাধারণত: উৎপাদন নির্ভর করে। সুতরাং আমরা বলতে পারি, কোন একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন ও উপকরণসমূহের মধ্যে যে কারিগরী ও গাণিতিক সম্পর্ক বিরাজ করেতাকেই উৎপাদন অপেক্ষক বলে। ১। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক (Short-run Production Function) স্বল্পকাল হচ্ছে এমন একটি সময় যখন উৎপাদন ক্ষেত্রে কমপক্ষে একটিউপকরণ স্থির এবং কেবল মাত্র কয়েকটি উপকরণ পরিবর্তন করা যায়। সুতরাং আমরা বলতে পারি, যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয় তকে স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। যেমন- 0 = f(L,K°) এখানে, 0 = উৎপাদনের পরিমাণ , L = শ্রমের পরিমাণ যা পরিবর্তনশীল, K = মূলধনের পরিমাণ যা স্থির।
২। দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক (Long-term Production Tunction)
দীর্ঘকালে সব উৎপাদন উপকরণ পরিবর্তনশীল। সুতরাং যে উৎপাদন অপেক্ষকে সকল উপকরণ পরিবর্তনশীল ধরা হয় তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। যেমন: (= f(L, K) এখানে, () = উৎপাদনের পরিমাণ, L= শ্রমের পরিমাণ যা পরিবর্তনশীল, K= মূলধনের পরিমাণ যা পরিবর্তশীল খ) পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধিঃ পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধি (The law of Variable Proportions) পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধিটি ক্রমহাসমান প্রান্তিক উৎপাদন বিধিরই আধুনিক সংস্করন। এ বিধিতে উৎপাদনের অন্যান্য উপকরন স্থির রেখে। একটি মাত্র উপকরণের পরিবর্তন সাপেক্ষে উপকরণ অনুপাতের ভিন্নতার ভিত্তিতে উৎপাদনের পরিবর্তন পর্যালােচনা করা হয়েছে। মনে করি K°(ভূমি) স্থির উপাদান এবং L (শ্রম) হল পরিবর্তনশীল উপাদান। প্রাথমিক অনুপাত = থেকে 2L 3L AL 5L= তে অনুপাত পরিবর্তন হতে থাকে। পরিবর্তনশীল উপাদান বাড়াতে থাকলে মােট উৎপাদন (TP) ,গড় উৎপাদন (AP) এবং প্রান্তিক উৎপাদনের (MP) মধ্যে পরিবর্তন লক্ষ। করা যায়। তাই স্থির ও পরিবর্তনশীল উপাদনের অনুপাতের পরিবর্তনের সাথে মােট উৎপাদন (TP),গড় উৎপাদন (AP) এবং প্রান্তিক উৎপাদন (MP) কি হারে পরিবর্তন হয় তা পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এটাকেই পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধি বলে। অনুমিত শর্ত: ১) কারিগরি অবস্থা অপরিবর্তিত থাকবে।
"
২) একটি উপাদান পরিবর্তনশীল এবং অন্যান্য উপাদান সমূহ স্থির থাকে। ৩) পরিবর্তনশীল উপাদান সমস্বত্ব ও বিভাজ্য হবে। ৪) স্বল্পকালীন অর্থনীতি বিবেচ্য।
পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধির ব্যাখ্যা (Explanation of the Law of Variable Proportion)
অন্যান্য উপাদান (যেমন ভূমি, বীজ, সার) স্থির রেখে একটি উপাদান (যেমন শ্রম) বাড়াতে থাকলে উৎপাদনের ক্ষেত্রে তিনটি পর্যায় সৃষ্টি হয়। প্রথম দিকে পরিবর্তনশীল উপাদান বাড়ানাের ফলে মােট উৎপাদন (TP) ক্রমবর্ধমান হারে বাড়ে কারণ উপাদানটির প্রান্তিক উৎপাদন (MP) ক্রমাগত বৃদ্ধি পায়। তবে একটি বিন্দুর পর প্রান্তিক উৎপাদন (MP) ক্রমহ্রাসমানহারে বাড়ে এবং এক সময় শূন্যে পেীছে। তখন মােট উৎপাদন (TP) সর্বোচ্চ হয়।।
No comments
thank you